ও চাঁদ ।। আব্দুর রহিম


ঘন কালো মেঘের আগমন,
বৃষ্টি বঞ্চিতা রজনীর ক্রন্দন
উর্বরা উর্বশীর আত্মত্যাগ, কোনোটাই
ভাঙাতে পারলো না তবো অভিমান।

তপনের মাঝে তোমায় খুঁজিনি বলে
সাঁঝ বেলায়ও এলে নাকো
মেঘে ঢাকার অজুহাত তুলে,
নিশিত মাঝে খুঁজে না পাবার দহনে
নিশ্চুপ হয়েছি আমি।

উদিত সূর্যের আলোকচ্ছটায়
লোভী ছিলাম তাই
তিথির তিমিরে আর খুঁজি নাই
তবো উল্লাস মাখা বদনখানি।
কি যেনো নাম তার
অবিরাম ডেকে বেরুবার পথ উন্মক্ত করে 
লেশ আর পাইনিকো উঠিবার পর।

গগণে মাতিয়াছে তপনের আলো
চঞ্চল হয়ে ওঠা শালিকের মাঝে,
কা কা কা রোদন ভরা কাকের চিৎকার
বিষ্টি হোক বিষ্টি হোক রবে মাতম তুলে
গাছের ফাঁকে বসা পাখিটির সুর।
তবো না পাবার অভিমানে সন্ধ্যাবধি
অপেক্ষার গুনছি প্রহর।

বাঁশের ঝাড়ে বসা প্যাঁচা আর
তার শাবকের খোঁজে উঠিনি
এডাল ওডাল মাড়িয়ে।
তবুও খোয়ারে বন্দি 
ঘুঙুর পড়িয়ে দেয়া মোরগ আর তার সাথিদের,
বাক বাকুম মাতমে কবুতর দল
দরজা খোলার করছে শোরগোল।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post