কৃষ্ণ কমলের কবিতাঃ শ্রাবণ বিহঙ



শ্রাবণের কোনো এক সন্ধ্যায়,  

চায়ে চুমুক দিয়ে মাত্র বসেছি কেদারায়।

পূব আকাশে মিটমিট করে জ্বলছে শুকতারা।

 

দু-একটা জোনাকিও শুরু করেছে জ্বলতে।

হঠাৎ কানে অজানা পাখির গান উচ্চারিত হলো।

 

যে পাখিটার ডাক শুনলাম, সেই পাখিটির ডাক শুনেছি আরও একবার।

সেদিন তুমি আমার ডান বাহুতে হেলানো ছিলে।

বলেছিলে,

-        তোমার পাশে থেকে এমন পাখির ডাক,

আমৃত্যু শুনতে চাই।

 

আরও বলেছিলে, মাঝে মধ্যে শুকতারা দেখবো আর চা খাবো,

জ্যোস্নালোকে হারাবো, গল্পের ভিরে।

 

আজ সবকিছুই আছে। আমি সবকিছু দেখি-শুনি।

সময় হলে ঠিকই চা খাই,

কিন্তু..................

আমি একা...........

কারন, এখন আমার  শ্রাবণ বিহঙ ।।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।