চন্দনা, কি লাভ অতীতের কথা ভাবি
তোর হাতোতে তো ভবিষ্যতের চাবি--
চাইলেই পারিস তুই-- সবকিছু করির,
জীবনটাক পারিস-- নয়া করি গড়ির।
কুন কথা ভাবি ফেলাইস চোখুর জল?
কুন দুখে দুখি তুই? কেনে হইস দুর্বল?
স্বার্থের দুনিয়া, মানষি চিনা বড়ো দায়
ভাবি দ্যাখ চন্দনা দুনিয়াত কার কায়!
নিজেকে না ভাবিস তুই-- অবলা নারী
তুই বীরাঙ্গনা, তুই অসীম ক্ষমতাধারি।
চাইলেই পারিস তুই-- হাতিয়ার ধরির,
বাঘিনীর মতন পারিস-- লড়াই করির।
তারিখ: ৩১.০৫.২০২০