বাস্তবের কঠিন যুদ্ধত
আছে মরণের ছাঁয়া
অথচ বাঁচির যুদ্ধ চলে;
কি লাভ ভয় খায়া?
দালানের ইটায়-ভাটায়
আছে যাঁর রক্ত-ঘাম
সভ্যতার অসভ্যতামিত
মুছি যায় তাঁর নাম!
জানে পথের ধুলা-মাটি,
জানে না কাহ আর
যাঁর তানে সভ্যতা বাঁচে
তাঁরে নাই অধিকার!
কিন্তু-- এই সভ্য সমাজ
করে না রে স্বীকার
বাঁচি থাকির অস্ত্র যাঁয়--
তাঁরে নাই হাতিয়ার!
বাস্তবের কঠিন যুদ্ধত
বাঁচি থাকাটায় দায়,
অথচ বাঁচির যুদ্ধ চলে--
যুদি বাঁচি থাকা যায়।
তারিখ: ১০.০৬.২০২০