মোহাম্মদ কামরুজ্জামান'র কবিতা "চুলের ছড়া"


ব্যাচে ব্যাচে আমরা সবাই হয়েছিলাম টাক,
গুঁড়ো গুঁড়ো গজাচ্ছে চুল—বাঁচা গেলো যাক—
কারো মাথায় গজিয়ে যেতে ভুল করেনি চুল,
বর্ষা আসার আগেই সবার মাথায় কদম ফুল।
চুল কামালে চুল গজাবে, দাঁত গজাবে নাকি?
তাই তো সবাই টাকের পরে চুলের আশায় থাকি।
আশাবাদী হয়েছিলেন হাসান মোজাম্মেল,
তেলও কিনে রেখেছিলেন—মাথায় দেবেন তেল।
আয়না তুলে দেখেছিলেন তাই না চুপিচুপি—
এইতো মোটে আর কটাদিন—ফেলে দেব টুপি।
চারপাশে চুল দেখলে এ চুল গজায় তাড়াতাড়ি,
বিলুর দাড়ি দেখেই তো তার গজিয়েছিল দাড়ি।
মোটেই সে চুল করল না ভুল—তার মনে যা-ই চাক,
এই করোনার বহু আগে থেকেই তিনি টাক।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।