আংরাভাসা ছড়ি
ঠাকুরপাঠোত বাড়ি
মোর প্রাণ-সখি চন্দনা।
বহুদূরত যুদিও থাকি
মনের ভিতিরা ছবি আঁকি
সদায় করোং বন্দনা।।
রূপের কথা কি কইম আর
তুলনা যে নাই রে তার;
হীরা-মুক্তার পাহাড়!
মিষ্টি মুখের হাসি দেখি
পাগলা হয় প্রাণ-পখি
এমনে রূপের বাহার।।
মাঝে মাঝে যেলায় যাং
একেনা করি চুম্মা পাং
আইল-কাশিয়ার ঝোপত।
গল্প-গুজব করি কত,
মনের কথা কই যত
মাকলা বাঁশের থোপত।।
মাঝে মাঝে তিস্তা যাই
নাওত বসি ঘুরি বেড়াই
দিন-দুনিয়া ছাড়ি।
চোখুই চোখুই কথা কয়া
পিরিতী নিশায় পাগলা হয়
ফিরিয়া আসি বাড়ি।।
নিন্দুক আছে ঘরে ঘরে
কতয় হামার নিন্দা করে
আলাদা হই যাতে!
হামার মতন হামরা চলি
সাক্ষী এই ঘোরকলি
পাত্তা না দেই তাতে।।