বিপুল রায়'র কবিতা "পিরিতী বন্দনা"

আংরাভাসা ছড়ি
ঠাকুরপাঠোত বাড়ি
মোর প্রাণ-সখি চন্দনা।
বহুদূরত যুদিও থাকি
মনের ভিতিরা ছবি আঁকি
সদায় করোং বন্দনা।।

রূপের কথা কি কইম আর
তুলনা যে নাই রে তার;
হীরা-মুক্তার পাহাড়!
মিষ্টি মুখের হাসি দেখি
পাগলা হয় প্রাণ-পখি
এমনে রূপের বাহার।।

মাঝে মাঝে যেলায় যাং
একেনা করি চুম্মা পাং
আইল-কাশিয়ার ঝোপত।
গল্প-গুজব করি কত,
মনের কথা কই যত
মাকলা বাঁশের থোপত।।

মাঝে মাঝে তিস্তা যাই
নাওত বসি ঘুরি বেড়াই
দিন-দুনিয়া ছাড়ি।
চোখুই চোখুই কথা কয়া
পিরিতী নিশায় পাগলা হয়
ফিরিয়া আসি বাড়ি।।

নিন্দুক আছে ঘরে ঘরে
কতয় হামার নিন্দা করে
আলাদা হই যাতে!
হামার মতন হামরা চলি
সাক্ষী এই ঘোরকলি
পাত্তা না দেই তাতে।।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।