সখি,
তুই বরঞ্চ ফিরি যা!
এত আপদ-বিপদ
তোর দেহা সবে না,
সইহ্যও হবে না--
মোর বাউদিয়ামি চলন।
মুই না হয় ভানু হইম--
একেলায় কথা কইম,
চুল-দাড়ি বড়ো করিম
আর, দোতরা হাতে
পথ চায়া বসি নইম।
তুই বরঞ্চ ফিরি যা!
ডাঙাডাঙা খেরি-ঘরত,
ফাঙফাঙা নদীর পারত
গ্রামের মানষির মতন
তোর মন বসিবে না;
সবুজ গ্রামের সবকিছুই
নাগিবে অচিনা-অজানা।
এটেকার রীতি-নীতি
চাল-চলন, স্বভাব
একেবারেই আলাদা;
শহরের মতন না হয়।
তুই বরঞ্চ ফিরি যা!
নিজের মতন থাকিস,
(আর) যা খুশি স্বপ্ন দেখিস।
তারিখ: ১৪.০৬.২০২০