বিপুল রায় এর কবিতা প্রেম বিসর্জন


সখি,
তুই বরঞ্চ ফিরি যা!
এত আপদ-বিপদ
তোর দেহা সবে না,
সইহ্যও হবে না--
মোর বাউদিয়ামি চলন।
মুই না হয় ভানু হইম--
একেলায় কথা কইম,
চুল-দাড়ি বড়ো করিম
আর, দোতরা হাতে
পথ চায়া বসি নইম।
তুই বরঞ্চ ফিরি যা!
ডাঙাডাঙা খেরি-ঘরত,
ফাঙফাঙা নদীর পারত
গ্রামের মানষির মতন
তোর মন বসিবে না;
সবুজ গ্রামের সবকিছুই
নাগিবে অচিনা-অজানা।
এটেকার রীতি-নীতি
চাল-চলন, স্বভাব
একেবারেই আলাদা;
শহরের মতন না হয়।
তুই বরঞ্চ ফিরি যা!
নিজের মতন থাকিস,
(আর) যা খুশি স্বপ্ন দেখিস।

তারিখ: ১৪.০৬.২০২০

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।