লিচুগাছে পাকা লিচু
টকটকে লাল
লিচু খাবে খুকুমণি
ফুলে আছে গাল।
আম খাবে মজা করে
জাম ভালোবাসে
লটকন খেলে তার
জ্বীভে জল আাসে।
কাঁঠালের ঘ্রাণ পেলে
আবদার ভারী
কোন কিছু বোঝে না সে
দেও তাড়াতাড়ি।
মন তার হয় ভালো
জামরুল খেলে
ফল খেতে তাই আড়ি
মধুমাস এলে।
কালিয়াকৈড়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।