বাসর ঘরে ঢুকেই স্বামী
ধরল বউয়ের হাত,
রঙিন স্বপ্ন দেখে দেখে
পার করবে রাত।
মিষ্টি কথায় মধুর সুরে
চলছিল বেশ ভালো,
মধ্যরাতেই নেমে এলো
অমানিশার কালো।
সহসা বউ চেচিয়ে বলল-
ওরে বাবা সাপ,
স্বামী বলল-পুরুষ ডাকি?
ওরে বাপরে বাপ।
রেগে গিয়ে বউ বলল-
বলছো তুমি একি!
ঢোঁড়া সাপেই এত ভিতু
পুরুষ তুমি নাকি?
আগে জানলে তোমার সাথে
বসতাম না বিয়ে,
বল্টু-মন্টু ভালোই ছিলো
ভিতু স্বামীর চেয়ে!
বাসর রাতের সাপের ভয়ে
বউ হারালাম শেষে,
বউ কখনো জুটবে আমার!
ভাবছি একা বসে!
খুব সুন্দর হয়েছে
ReplyDeleteAwesome bro
ReplyDelete