মুহিব্বুল্লাহ ফুয়াদ'র ছড়া "হয় নি ঘুমের দেখা"।। বর্ণপ্রপাত


জানালাতে বসলে খোকা
ঘুমটা যখন পেলো
হঠাৎ তখন টিনের চালে
বৃষ্টি নেমে এলো। 

দুচোখ মেলে দেখলো আহা!
গাছের পিঠে ঘেঁষে 
ঝরছে পানি অঝোর ধারায়
যাচ্ছে খালে শেষে। 

যাচ্ছে সাথে শুকনো পাতা
ছোট্ট বালুর কণা
এসব দেখে খোকা হলো
একদমই আনমনা। 

ডাকছিলো মেঘ গুড়ুম গুড়ুম
আকাশ ছিলো কালো
ঝিরিঝিরি বাতাস থাকায়
লাগছিলো খুব ভালো। 

মেঘের শেষে ফুটলো যখন
শুদ্ধ আলোর রেখা
লাগে নি তাই বালিশ মাথায়
হয় নি ঘুমের দেখা। 


১০:৪৭এএম
৯-৬-২০ইং 
সাতপাই গৌরীপুর

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।