জানালাতে বসলে খোকা
ঘুমটা যখন পেলো
হঠাৎ তখন টিনের চালে
বৃষ্টি নেমে এলো।
দুচোখ মেলে দেখলো আহা!
গাছের পিঠে ঘেঁষে
ঝরছে পানি অঝোর ধারায়
যাচ্ছে খালে শেষে।
যাচ্ছে সাথে শুকনো পাতা
ছোট্ট বালুর কণা
এসব দেখে খোকা হলো
একদমই আনমনা।
ডাকছিলো মেঘ গুড়ুম গুড়ুম
আকাশ ছিলো কালো
ঝিরিঝিরি বাতাস থাকায়
লাগছিলো খুব ভালো।
মেঘের শেষে ফুটলো যখন
শুদ্ধ আলোর রেখা
লাগে নি তাই বালিশ মাথায়
হয় নি ঘুমের দেখা।
১০:৪৭এএম
৯-৬-২০ইং
সাতপাই গৌরীপুর