করোনা এক মহামারী তাতে কোন সন্দেহ নেই। সরকার সবাইকে ঘরে থাকতে বলছে। তাই আমিও ঘরে এক প্রকার নিজেকে বন্দী করে রেখেছি। বাইরে যাওয়া বন্ধ। তাই ঘরে বসে টিভি দেখেই সময় কাটছে।
সকালে চা টা খেতে টিভিটা ছাড়লাম। একটু নাটক, সিনেমা দেখি। মজা করে সিনেমা দেখছি আর চা পান করছি। এমন সময় রুমে বৌয়ের প্রবেশ। বৌ রুমে ঢুকেই বলতে থাকে, 'আরে নিউজ দাও। কী সব নাটক, সিনেমা দেখছো!' আমিতো আকাশ থেকে পড়লাম! যে বৌয়ের নাটক, সিনেমা দেখার প্যারায় নিউজ দেখতে পারতাম না, সেই বৌ এখন নিউজ দেখতে তাগাদা দিচ্ছে? যাক, করোনা খারাপ হলেও কিছুটা ভালো কাজ করছে। সবচেয়ে ভালো কাজটা হলো বৌ সপ্তাহে একবার যে পার্লারে যেতো আর আটা, ময়দা মেখে আসতো তা আর করে না!
হামীম রায়হান,
পটিয়া, চট্টগ্রাম