একটা যুবক বাউণ্ডুলে ।। ইয়ামিন বসুনিয়া



খামখেয়ালি একটা কথায়
পথ হারালো একটা যুবক বাউণ্ডুলে।
হ্যাঁ বাউণ্ডুলে,
একেই বলে বাউণ্ডুলে।
সময়মতো ঘুম আসে না
বসতো যেথায়, আর বসে না।
কাকের বাসা, একমাথা চুল,
বুঝতো না সে কোনটা যে ভুল, ভুলটা কোথায়?
পড়ালেখায় বসতো না সে,
কারো সাথে মিশতো না সে।
থাকতো চেয়ে আকাশ পানে, খোদাই জানে।
সঙ্গোপনে কে ছিলো তার মনের ঘরে।
উচ্ছ্বসিত দু'চোখ ভরা, যেথায় ছিলো স্বপ্ন বোনা,
আধমরাটার মরার আগে কাজ ছিলো তার তারা গোনা,
দূর আকাশে।

হায় বেচারা!
ছলচাতুরীর ষোলো কলায়, আত্মভোলা জীবন দিলো।
কী পেয়েছো বলতে পারো, জীবন নিয়ে?
লক্ষ্যভেদী নিপুণ তীরে, চোখের বাণে,
বিভোর নেশা প্রেমের টানে, জীবন দিলো।
তোমার শুরু, তার তো সারা,
বাঁচা-মরা দু'টোই সমান।
জিতলে শেষে জুয়ার বাজি,
নষ্টা-পাজি, শেষ করেছো।
বেশ করেছো হারামজাদি।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post