ন্যাশনাল পার্টির বর্ণবাদ
নিপাত যাক
নিপাত যাক
শ্বেতাঙ্গ সরকারের পাসপত্র আইন
নিপাত যাক
নিপাত যাক
জাগ্রত এসব স্লোগানের দিনরাত্রি
১৯৬০ সালের ২১শে মার্চ
পৃথিবী কি ভুলে গেছে?
একটি দুটি নয়,
উনসত্তরটি তাজা প্রাণ ঝরেছে!
ট্রাম্প এখনো কেন তোমার দেশে বর্ণবাদের ঝড় ? তোমার সভ্য সমাজের অতলে অসভ্যের বাস?
দেখ চেয়ে- জেগে আছে
অসংখ্য নেলসন ম্যান্ডেলা, চে গুয়েভার
শত শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গের রক্তে
দুর্নিবার অপেক্ষা কেবল একজন রণপতির,
যে, কোন একদিন সসস্ত্র যুদ্ধে লড়বে
তোমার বর্ণবাদের বিরুদ্ধে।