রহিম উদ্দিন'র কবিতা বর্ণবাদ ।। বর্ণপ্রপাত


ন্যাশনাল পার্টির বর্ণবাদ
নিপাত যাক
নিপাত যাক
শ্বেতাঙ্গ সরকারের পাসপত্র আইন
নিপাত যাক
নিপাত যাক
জাগ্রত এসব স্লোগানের দিনরাত্রি
১৯৬০ সালের ২১শে মার্চ
পৃথিবী কি ভুলে গেছে?

একটি দুটি নয়,
উনসত্তরটি তাজা প্রাণ ঝরেছে!
ট্রাম্প এখনো কেন তোমার দেশে বর্ণবাদের ঝড় ? তোমার সভ্য সমাজের অতলে অসভ্যের বাস?
দেখ চেয়ে- জেগে আছে
অসংখ্য নেলসন ম্যান্ডেলা, চে গুয়েভার
শত শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গের রক্তে
দুর্নিবার অপেক্ষা কেবল একজন রণপতির,
যে, কোন একদিন সসস্ত্র যুদ্ধে লড়বে
তোমার বর্ণবাদের বিরুদ্ধে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।