আখের আলী'র কবিতা ইচ্ছায় মনুষ্যত্ব।। বর্ণপ্রপাত


পাখিরা কেমন উড়তে পারে! 
                          মানুষ কেন নয়?
ছোট ছোট জোনাক পোকা তারও,
কেমন উড়ে বেড়ায় ছোট ডানা মেলে।।
                          মানুষ কেন নয়?
পিপীলিকারাও উড়তে যে চায়, যখন
            পাখা হয়।
                          মানুষ কেন নয়?
মানুষ তখন সাঁতার কাটে, 
                          যখন ইচ্ছে হয়।।
মানুষ যদি সাঁতার পারে,
                   উড়তে কেন নয়?
ইচ্ছে হলে উড়তে পারে 
                  মানুষ যদি চায়।।
তাহলে কী?মানুষ উড়তে নাহি চায়! 


চোখদুটি মেলে একবার তুমি উড়ে দেখ 
                  ভাই।।
তুমি(মানুষ) সবার ঊর্ধ্বে আছ,
                 তোমার ঊর্ধ্বে নয়।

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।