পাখিরা কেমন উড়তে পারে!
মানুষ কেন নয়?
ছোট ছোট জোনাক পোকা তারও,
কেমন উড়ে বেড়ায় ছোট ডানা মেলে।।
মানুষ কেন নয়?
পিপীলিকারাও উড়তে যে চায়, যখন
পাখা হয়।
মানুষ কেন নয়?
মানুষ তখন সাঁতার কাটে,
যখন ইচ্ছে হয়।।
মানুষ যদি সাঁতার পারে,
উড়তে কেন নয়?
ইচ্ছে হলে উড়তে পারে
মানুষ যদি চায়।।
তাহলে কী?মানুষ উড়তে নাহি চায়!
চোখদুটি মেলে একবার তুমি উড়ে দেখ
ভাই।।
তুমি(মানুষ) সবার ঊর্ধ্বে আছ,
তোমার ঊর্ধ্বে নয়।
Wow
ReplyDelete