আমি জিডিপি গ্রোথ
তীরের ফলার মত উঠে যাওয়া
উন্নয়ন সূচক বুঝি না
ব্যাঙের ডাকের মত,মেঘের ডাকের মত
পেটের ভেতর শব্দ হলে আমি ক্ষুধা বুঝি
প্রবাসী রেমিট্যান্স বাড়লে কি হয়
মুদ্রা স্ফীতির প্রভাব কি তা আমার জানা নেই
আমি জানি চালের দাম বাড়লে আটা খেতে হয়
জলের গায়ে দাঁড়ালে পাজরের রেখা দেখা যায় স্পষ্ট
আমি জানি আমার শিশুর গলার
ভেতর আটকে আছে বুভুক্ষু তৃষ্ণা
যেনো সে মুঠো ভরা ভাতের সমুদ্র দেখেনি কোনদিন
মাতৃদুগ্ধের পর মুখ আঁজলা করে তৃপ্তি পায়নি কোনদিন
আমার প্রেয়সীর আঁচলে প্রেমের বদলে
যখন জায়গা করে নিচ্ছে দারিদ্রের হিমালয়
তখন ব্যাংক রিজার্ভ আর
মাথাপিছু আয় হু হু করে বাড়ছে
জীবন মান তৃণ মূল থেকে উন্নত হচ্ছে
সকল পরিসংখ্যান মনে হতে থাকে
মাখানো ভাতের ফ্যান
আমায় ভাবাতে পারেনা নাড়াতে পারেনা কিছুই
সব মিথ্যা মনে হয় তুচ্ছ মনে হয়
আদর্শ গুলে বেচা যায়
অথচ খাওয়া যায়না ভাবতে ভাবতে
আমি হেটে যেতে থাকি রাস্তার আইল ধরে
আমার চোখে গালে ঠোঁটে অবয়বে
অবশেষে ঝুলে থাকে আক্ষেপ
আমার আস্তিনে আমার ঘামে আমার লোমে
মিশে থাকে অজানা বোধ;
আমার শিশুর জন্য হয়তো রেখে যেতে পারবোনা কিছুই
তবে সে শিখে যাবে যুগপৎ অভিশাপের অমূল্য বাণী একদিন নিশ্চয়।।