তুমি অপয়া ।। ইমরান হোসাইন আদিব


পৃথিবীর সব নারীরাই সুন্দর......
আমার দু'চোখে সব নারীরাই সুন্দর রূপে ধরা দেয় সর্বক্ষণ ,
শুধু তুমি কখনোই আমার চোখে সুন্দর হয়ে উঠতে পারো নি বর্তমান অব্দি।
সব মেয়েরা কৃষ্ণ কলি কিংবা শ্যামা হয়ে অন্যান্য সুন্দর হয়ে উঠে এবং তাদের সান্নিধ্যে থেকে কৃষ্ণচূড়া যুগলের ফুটে ওঠার অবাধ বায়নার সৃষ্টি হয়,
তুমিই শুধু এ কৃষ্ণ চূড়া ফোঁটার সাক্ষী হতে পারো নি কোন শতাব্দীর কাল ঘেঁষা গোধূলি কিংবা স্নিগ্ধ ভোরে।
সব নারীকেই নীল লাল শাড়ীর ভাঁজে মুড়িয়ে এক মুগ্ধ ময়ী চরিত্র দান করা যায় অপরূপা বেশে,
শুধু তোমার বেলায় এসে কোন রংয়ের চুড়ি হাতে কিংবা শাড়িতে আবৃত তোমাকে মানায় নি এত টুক কোন বসন্ত বিলাসে না কোন শরৎতের মেঘ উড়ে চলা দুপুরে।
সব নারীকেই রুপা সম্বোধন কিংবা অপরিচিতার রুপ দিয়ে শত শত কবিতা, শ্লোক বা উপন্যাস এর সৃষ্টি সম্ভব, 
কিন্তু তোমার বেলায় এসে কোন শব্দই তৈরি হতে চায়না তোমায় বর্ণনার প্রয়োজনে।
তুমি কি সত্যি অপেয়া,
তুমি কি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও শ্রেষ্ঠত্বের তালিকায় সর্বনিম্ন,
সবার এতো মুখ ফিরিয়ে নেওয়ার বায়না কেন তোমার প্রতি।
তোমার নাকের নোলকের আওয়াজে কারো কর্ণ থলি কেঁপে উঠে নি কেন কখনো,
তোমার কপালের লাল টিপে
কারো চোখ থমকে দাঁড়ায়নি কখনো আজ অব্দি । 
কে তুমি?কি তোমার পরিচয়?
জগৎতের সব অপবাদ তোমার প্রতি নিক্ষেপ করা হয় শতবার,
তবুও তোমার অস্তিত্ব বিলীন না হয়ে জন্ম নিচ্ছে এ তটে আবার।
তোমার অস্তিত্ব নিয়ে তুমি আড়াল হচ্ছো দিবা রাত এড়িয়ে চোখ শত জনার,
তোমার রহস্যময়ী চরিত্রের ছেদ ঘটাতেই
আমার যত শত আয়োজন রোজ এ জন্মে
তোমার চরিত্র উন্মোচন করে বাহিরে আনার ! 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।