মধু মাসে লিচু পাঁকে
আরও পাকে জাম,
মুড়ি দিয়ে খাবে খুকি
কাঁঠাল আর আম।
গ্রীষ্মকালীন ছুটিতে
ঝড় বাদলার দিনে,
মা করছে চিন্তা খুকির
এমন বায়না শুনে।
খুকি যাবে মামা বাড়ি
করোনা গেলে চলে
মনের মধ্যে স্বপ্ন আঁকে
দিনটা বিদায় হলে।
মহেশপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।