মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর'র গল্প "স্বপ্ন ভঙ্গের কালোরাত"





গাইবান্ধার সাঘাটা ফুলছড়ির চরাঞ্চলের ভাষায় লেখা
====================================
গুমহীন চোইহে এ্যাকলাই আইত কাটে আমার
বয়েবয়ে পার হয় স্বামীহীন রাতের নিশুতি ক্ষণগুলি
মেলা দিন আগে কইছ্যাও তাত্তারি বাইত্তে আইসপ্যা
যেইদিন হুনলাম হেইদিন থিক্যাই গুম নাই চোইহে
ক্যা গো তুমি তো এ্যাহুনো আইল্যানা বাইত্তে
গেদা-গেদিরা কান্দে, মায়ের চোইখ্যেও বানভাসিজল
বাই বুইনেরাও খালি চায়্যা চায়্যা থাকে
আমারও এ্যাহুন খুউপ কান্দা আইসে গো
কী করমু কও, তুমি ছাড়া আর একলা কাটেনা আইত
আরো কত্তোদিন এইবাবে এ্যাকলা এ্যাকলা থাকি
দিন গেলো, মাস গেলো, বচ্ছর গে‌লো চাইরড্যা
তাও যে কিমাহে আইসো না তুমি
আর কত তোমাহে না দেইহ্যা থাইকপো এই চোইখটা
ছোটো গেদা কিন্তুক তোমাহে চিনবো ন্যা কইল্যাম
এতো ট্যাহার দরকার নাইক্যা আংগোরে আর
চরে জমি উটছে, কাইশা গাছ জালাইছে
তুমি বাইত্তে চইল্যা আইসো তাত্তারি
আবাদ কইরব্যার নাগবো, নইলে মাইনষে দহল নিবো
আমরা গরু পালমু বকরি পালমু মোইষ পালমু
গাস তো আর কেনা নাগবো না, বয় কিসের
আংগোরে আর দুক্কু থাকপো না।

এ্যাই হুনচ্যাও ন্যাহি
কী! আরো কিচু কইব্যা, কওচেন হুনি, তাত্তারি
আংগোরে হিনে এ্যাহুন ইশকুল অইচে
পেরাইমারি ইশকুল অইচে, নুরানী মাদ্দাসা অইচে
সরকারে ইশকুল বানাইয়্যা দিচে
গেরামের ছৈল পৈলেরা মিল্যা মাদ্দাসা বানাইছে
ব্যাক্কের বাড়ির গেদা গেদিরা এ্যাহুন ইশকুলে যায়
কেই কেই আবার মাদ্দাসাতেও যায়
কী সোন্দর কইরা ছৈলেরা কোরান শরিফ পড়ে
কোরানে শরিফ পড়া হুইন্যা মনটা ভইরা যায়
আংগোরে গেদা গেদিরাও ইশকুলে যাইব্যার চায়
বালো কতা, ওগোরে ইশকুলে পাটায়া দ্যাও
বই পুস্তুক কেনা নাগবো না?
না
তাইলে!
ইশকুল থিক্যাই বই পুস্তুক দ্যায়
তাই ন্যাহি!
হ!
আইচ্ছ্যা
আংগোরে ছৈলেরা এ্যাহুন শিক্ষিত মানুষ অইব তাইলে
হ। তুমি বাইত্তে আইসো। তাত্তারি আইসো।

এ্যাই গেদা? গেদারে? এ্যাই গেদা
কী কও মা
মেলা কয়দিন থিকা তোর বাপে কতা কয়না ক্যা
কি জ্যানি। কামের চাপে থাকে মনে অয়
এ্যালা মোবাইল করেক চেন কতা কই
আইচ্ছ্যা। আমি কল দিত্যাইচি
দুঃখিত! কাংখিত নম্বরটিতে
এই মুহুর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছেনা
কল যায়না, মোবাইল বন্দ আছে মনে অয়
থাইক, কাইলক্যা আবার কল দিসনি
আইচ্ছ্যা।

ওমা! মাগো! ওমা
কী কস গেদা
এই দ্যাহো আব্বার নাম্বার থিকা কল দিচে
দরেক দরেক কল দরেক
আসসালামু আলাইকুম। আব্বা ও আব্বা আব্বাগো
ওয়া আলাইকুম সালাম।
আমি তোমার আব্বা ন্যা
কেডা আপনে? আব্বাহে দ্যান তো কতা কমু
আমি তোমার জাহিদ কাকা কইত্যাইছি
ও। জাইদুল কাকা
হ, তোমার মাহে দ্যাওচেন
আইচ্ছ্যা দিত্যাইছি
ভাবি কইত্যাইছেন?
হ। কেডা আপনে?
আমি জাহিদুল ইসলাম, তোমার দেওর
ও। জাইদুল বাই

কিবা আছাও তোমরা? তোমার বাইহে দ্যাওচেন
বাইয়ের এল্যা অসুক অইছে তাই গুমাইচে
আমরা কয়দিনের মদ্যেই বাইত্তে আইত্যাইছি
হাবিলের বাড়িতে আনন্দের বন্যা বইছে
মায়ের মুখে আনন্দের খই ফুটছে যেন
ভাইবোনদের চোখে আনন্দের উপচে পড়া ঢেউ
বউয়ের শুধুই ঘর গোছানোর তাড়া
বর আসছে, হাসছে মন, আনন্দিত হৃদয়
ছেলেমেয়েদেরও আনন্দের সীমা নাই যেন।

পিতপিত করে গাড়ির হর্ন বেজে উঠলো বাইরে
বাড়ির দহলিজে এসে দাঁড়ালো একটি সাদা মাইক্রো
সাহেবী ঢংগে নেমে এলেন অনেকেই, অপরিচিত মুখ
সাথে একটি কফিন নামানো হলো মাইক্রো থেকে
পিনপতন নীরবতা নেমে এলো বাড়িতে
কফিন খুলতেই থ মেরে গেলেন সবাই
এ যে হাবিলের লাশ, হাবিলের নিথর দেহ
কান্নায় ভেঙে পরলেন হাবিলের মা
বুকফাটা আর্তনাদে বারবার জ্ঞান হারায় বউ
ছেলেমেয়েদের আহাজারিতে আকাশ ভারি এখন
আকাশটা যেন ভেঙে পরল সাজগোজ বাড়ির দহলিজে
আনন্দে বয়ে যাওয়া হিল্লোলিত উঠোনে কান্নার মাতম
গোছালো সব ভেঙ্গে চুরমার হয়ে গেলো নিমিষেই
দিনের আলো নিভে ঘনিয়ে এলো রাতের আঁধার
আনন্দঘন পরিবারে নেমে এলো স্বপ্ন ভঙ্গের কালোরাত!

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।