১)
বৃষ্টির রিমঝিম,
ঝির ঝির হাওয়া,
মেঘ করে গুড় গুড়,
বসে গান গাওয়া।
২)
সারাদিন ঝড়ছে
মেঘ গলা জল,
ডাল জুড়ে সাদা ফুল,
গাঁথি মালা চল।
৩)
কাছ দূর ঝাপসা
শ্রাবণের ধারাতে,
ব্যাঙ নাচে জলে আর
শিখে বুঝি কারাতে!
৪)
কালো মেঘে ছেয়ে থাকা
শ্রাবণের সকালে,
ভাব উঠা খিচুড়ি যে
জল আনে গালে।
৫)
কেয়া আর কদমের
হাসি দেখি বরষায়,
বিঝলীর চমকানি
মেঘ বলে আয় আয়!