নীল আকাশ ডেকে গেল
ঘন কালো মেঘে,
ঘন ঘন বিঝলীর চমকানি,
আছে বুঝি রেগে!
হাওয়ারা বয়ে আনে বৃষ্টির ছোঁয়া,
কদমের হাসি যেন বৃষ্টিতে ধোয়া।
খাল, বিল জলে ভরে
মাছদের ফূর্তি,
বিঝলীর রূপ যেন
আগুনের মূর্তি!
গাছে কচি পাতারা করে নেয় স্নান,
কৃষকের স্বপ্ন যে আমনের ধান।
উঠোনের জমা জলে
রৌদ্রের ভেলকি,
মনটাও ভেসে যায়
চড়ে মেঘ পালকি।
হামীম রায়হান,
পটিয়া, চট্টগ্রাম