বুড়োবুড়ি সমাচার ।। অরবিন্দ বর্মণ



একছিল বুড়ো আর
এক ছিল বুড়ি,
দুইজন একসাথে
গেল বুড়াবুড়ি ৷
বুড়াবুড়ি হাটে গিয়ে
খায় খিলিপান,
বুড়ো বিড়ি নিয়ে মারে
জোরে সুখ টান ৷
পান খেয়ে বুড়িটার
ভেঙ্গে গেল দাঁত,
বুড়ো মারে টিটকারি
বুড়িটার সাথ ৷
বিড়ি খেয়ে মাথা ঘোরে
বুড়ো কয় বুড়ি,
তেতুলের টক আনো
আনো ঝালমুড়ি ৷
নেশা করা বোধ করি
হলো বাড়াবাড়ি,
নুন-জল মিশে আনো
অতি তাড়াতাড়ি ৷
বুড়ি কয় ওরে বুড়ো
বড়ো নেশাখোর,
তেতুলের টক খাওয়া
সাধ হলো তোর ৷
তেতুলের টক নাকি
হাটে পাওয়া যায় ?
বড়োজোর পান দিয়ে
নুন খাওয়া যায় ৷
নুন-পান খেয়ে বুডো
ফিরে ফেলে পিক্,
নিমেষেই মাথা ঘোরা
হয়েগেলো ঠিক ৷
বুড়োবুড়ি বাড়ি ফেরে
করে হাসাহাসি,
এই হলো দু'জনের
ভালবাসাবাসি ৷

অরবিন্দ বর্মণঃ শিক্ষক ও লেখক, উলিপুর, কুড়িগ্রাম।

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।