কী-বা তাপে
গাত্র জলে
আরো জ্বলে মন,
অসুর ত্রিশূল
সর্বসময়
দিচ্ছে জালাতন।
লোকে বলে সোনা
পুড়ে
হয় নাকি খাঁটি,
জন্ম থেকে
জ্বলেও আমি
অ-কাজের ঢেঁকি।
মূল্যহীনে রাখলো
আমায়
ধরলো না কেউ হাত,
হয়তো এথায় কেটে
যাবে
অমানিশার রাত।
আপনিও লেখুন বর্ণপ্রপাতে