আমি কান পাতলে শুনতে পাই কিছু আর্তচিৎকার,
আমি কান পাতলে শুনতে পাই ক্ষুধার আহ্বানে সায় দেয়া সেইসব মানুষের জীবনগল্পের প্রতিধ্বনি।
আমি কান পাতলে শুনতে পাই ঐ রেললাইনের পাশের বস্তির ছোট্ট শিশুটার গগণবিদারী চিৎকার
আমি কান পাতলে শুনতে পাই মাথার উপরে উড়ন্ত শকুনের ডানা ঝাপটানি।
আমি কান পাতলে শুনতে পাই কাশ্মীরের মা বোনদের তীব্র বেঁচে থাকার আকুতি,
আমি কান পাতলে শুনতে পাই ফিলিস্তিনি-ভাইদের গর্জে ওঠা এক একটি বুলেটের শব্দ।
ফিরে চলি সত্তরের দুর্ভিক্ষে,
হাতের টানে ফুটে ওঠা জয়নুলের কঙ্কালসার স্কেচ,
ডাস্টবিনের ফেলে দেয়া খাবারে কাকের পাশে আশরাফুল মাখলুকাত,
এক ফোঁটা জল তৃষ্ণার্ত জীবটির অমৃত।
আমি চক্ষু মেললে দেখতে পাই
আমার বয়সের তরুণ আজ যেন বয়সের ভারে ম্রিয়মাণ,
আমি চক্ষু মেললে দেখতে পাই আমার বয়সের তরুণ আজ করেছে পাষাণপণ,
আমি চক্ষু মেললে দেখতে পাই আমার বয়সের তরুণ আজ একহাতে নেশা, অন্যহাতে নারীতে অভ্যস্ত।
আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার,
নিয়েছি হাতে কলম তুলে, লিখে যাবো,যেখানেই শুনবো হাহাকার।
ওহে তরুণ-
কিসের এত দম্ভ তোমার?
তাকিয়ে দেখ তোমার বয়সী তরুণ ই আজ সহযোদ্ধা আমার।
ভালো লাগলো
ReplyDelete