বকুলি,বসন্তি, শ্রাবণি, বর্ষায় তীব্র,
রজনীর শেষ প্রহরে স্তব্ধ দগ্ধ,
শিউলি চাঁপা, হাসনাহেনা তারা ছড়া,
শরৎ আর বসন্তের বাঁশির ডাক,
যেনো করেছে বিষন্ন প্রকৃতির হাঁক।
ছড়িয়েছে বিরাজ করেছে চুপ
হয়েছে নিশ্চুপ ছড়িয়েছে বিরং রঙ,
পরিবেশ প্রতিকূলে, প্রভু অনুকূলে!
তোমার ডাকের রুপ হোক কোকিলার চেয়ে মধুর,
হোক জয় কাটুক ভয় সদা নিয়তি।
চন্দের চন্দ্রে চন্দ্রিলা সুবাস ছড়ায়,
আতঙ্কে ভয়, সতর্কের হবে জয়,
অশ্রু ঝড়া অবসান অবিশ্রান্ত পথ,
নতুন দুনিয়া সুস্থ নতুন আভাস!
অনেক হয়েছে চলো,
চলো এবার বহুদূর অমিত্রাক্ষরকে মিত্রাক্ষর করে,
শিমুলের কাঁটা রেখে চলো সাজাই ফুল, চলো বহুদূর।
ছোট হতেই দেখেছি, তুই কেমন গভীর চিন্তার মানুষ, সাফল্য বয়ে আনবি আগেও জানতাম, তবে এতো তাড়াতাড়ি সেটা অকল্পনীয় ছিলো বলতে পারিস, আজ পত্রিকায় আসছে তোর লেখা, আগামীতে মানুষ হাতে নিয়ে পাঠ্য আকারে পড়বে ইনশাআল্লাহ
ReplyDelete