বৃষ্টি উৎসব ।। মাইদুল ইসলাম ।




বৃষ্টি টুপটাপ

ফোঁটা নাচে ঝুপঝাপ,

টকাশ ফোটায় পাতা নড়ে

হকচকিয়ে ডাল দেখে,

ফুড়ুৎ বাওয়াই সুরুৎ মারে

খড়গুলো যেন খশিস নারে।

 

চিও চিও কিচ কিচ মুরগী ছাও

ঘরের কোনে আদাড় খাও।

দেওয়া গর্জনে হঠাৎ মা মুরগী তাড়াশ

ছাওগুলো কই ডাক কটকটকট কটাশ।

 

পানি ছিটাছিটি এহাত হতে গতরে রৈ রৈ

জিহ্বা বের করে পানি ছোঁবে আহ্ আনন্দ হৈ হৈ।

একি হলো ছোকড়াদের দাদুর রৈ রব,

থামবে কি ওরা পেয়েছে বৃষ্টি উৎসব।

চিঁড়া, চাল, ডাল আর মাস কলাই ভাঁজায়

বারান্দায় পান চিবুতে খেয়ে নেই তাই ভার বেজায় ।

 

নিরলে বৃষ্টি

আনমনে এক দৃষ্টি।

হাত ছিল হাতে

ছাতা ছিল না তাতে,

অঝরে কপোল বেয়ে

সুখ নেমেছিলো সেধে।


হুশ হৈ, হাহ

বৃষ্টি থামবে বাইরে যাহ্,

 কাআক কা’'  ডাকে ভেজা কাক

থামুক বৃষ্টি আকুতি থাক।


লেখকঃ স্বেচ্ছাসেবক ও রেডিও কর্মী, চিলমারী, কুড়িগ্রাম


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।