বৃষ্টি টুপটাপ
ফোঁটা নাচে ঝুপঝাপ,
টকাশ ফোটায় পাতা নড়ে
হকচকিয়ে ডাল দেখে,
ফুড়ুৎ বাওয়াই সুরুৎ মারে
খড়গুলো যেন খশিস নারে।
চিও চিও কিচ কিচ মুরগী ছাও
ঘরের কোনে আদাড় খাও।
দেওয়া গর্জনে হঠাৎ মা মুরগী তাড়াশ
ছাওগুলো কই ডাক কটকটকট কটাশ।
পানি ছিটাছিটি এহাত হতে গতরে রৈ রৈ
জিহ্বা বের করে পানি ছোঁবে আহ্ আনন্দ হৈ হৈ।
একি হলো ছোকড়াদের দাদুর রৈ রব,
থামবে কি ওরা পেয়েছে বৃষ্টি উৎসব।
চিঁড়া, চাল, ডাল আর মাস কলাই ভাঁজায়
বারান্দায় পান চিবুতে খেয়ে নেই তাই ভার বেজায় ।
নিরলে বৃষ্টি
আনমনে এক দৃষ্টি।
হাত ছিল হাতে
ছাতা ছিল না তাতে,
অঝরে কপোল বেয়ে
সুখ নেমেছিলো সেধে।
হুশ হৈ, হাহ
বৃষ্টি থামবে বাইরে যাহ্,
“কাআক কা’' ডাকে ভেজা কাক
থামুক বৃষ্টি আকুতি থাক।
লেখকঃ স্বেচ্ছাসেবক ও রেডিও কর্মী, চিলমারী, কুড়িগ্রাম