আবার ভোর হবে
হবে নতুন সূর্যোদয়
প্রাণে মিলবে প্রাণ
আবার হবে দেখা।
আর তো বাকি
এই কটা দিন
আমাদের হবে দেখা-
রমনার বটমূলে অথবা
নতুন ঘাসে হেটে
মিলবে প্রাণের মেলা
পথ হবে রাঙা
এসো কিন্তু তুমি!
তোমরা এবার ভালো থেকো
তোমাদের ভালো রেখো
না হয় হলো না এবার
রাঙা ধুলোর আবির মাখা;
কল্যাণের তরে
মঙ্গল শোভাযাত্রা হোক
প্রান্তরের সীমা ছাড়িয়ে
অন্তরে অন্তরে....
৩০ চৈত্র ১৪২৭
*আল্ জাবির, বিভাগীয় প্রধান, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ