মৃদু বাতাস বয়
বইছে অনন্ত কাল ধরে
দমকা হাওয়ায় সব দুমড়ে-মুচড়ে
আগমনী বার্তা বয়ে আনে।
মানুষ বাতাসের ক্রন্দন ধ্বনি বুঝতে পায়
সুখ-সারথির পাখা দুলিয়ে দেয়
নতুন ভোরের সূর্য উঁকি পাড়ে
আড়ি পেতে ফসলের কিনারায়।
কিছু পাতা এমনিতেই দোলে
বিস্তর বায়ুর নির্মম আবেশে
কিছু পাতা মাথা উঁচু করে তোলে
পুরাতন হাওয়ার আবেশ বুকে করে
আবার কিছু পাতা নুয়ে পড়ে
নতুন ভোরের সন্ধান করে।
পরিবর্তনই কী বাতাসের একমাত্র বাণী?
হতে পারে হয়তো আবার হয়তো বা না।
আমি দুটোই মানি
হাওয়া পরিবর্তনের জোয়ার জানি
আবার সে পরিবর্তনের স্থিরতাও নয় কী!
পাতারা হাওয়ার ডাকে সাড়া দেয়
সাড়া দেয় লতা, গুল্ম আরও কত যে সবুজ
হাওয়ার বাঁক বুঝতে না পেরে কত যে
বৃক্ষ, তরুরাজি পথ চলে যে অবুঝ।
নিজের জাত আর নিজের মান যদি না যায় জানা
পরিবর্তন কি সে গো মুড়কি মুয়া
গালে তুলে ফুলকি হাসে ছোট্ট খোকা
তা কখনো বাঁধেনা তো দানা।
পরিবর্তনই আবশ্যক নীতি
যে নীতির বায়ু বইছে অনন্ত কাল ধরে
এখন পরিবর্তন বড্ড হালকা
মানুষ লাফায় শুধু চেতনা ভুলে।
আশ্বাস নি:শ্বাস বন্ধক রেখে
পরিবর্তন খোঁজে স্থির থেকে
হাওয়ার গতি না বুঝলে
পরিবর্তন কি ঘরে ফিরিবে?
হাওয়া বইছে মৃদু হাওয়া
এই হাওয়ায় জাগছে মন
জাগছে আপন সত্তা
বহুদিনের বন্ধকি মন
মুক্তির খোঁজে মরিয়া।
দীর্ঘ দিনের স্থিরতাই যেখানে ধ্রুব সত্য যে রয়
সে তো আর কিছু নয়
মানব মনের চেতনার ক্ষয়।
হাওয়া বইছে
মৃদু হাওয়া
পরিবর্তন আসবেই আসবে
শুরু হবে আবার এ জাল থেকে মুক্তি পেয়ে
নতুন জালে বন্দী হওয়ার লুকোচুরি খেলা।