কোন একটি সুন্দর দিনে
পড়ন্ত বিকেলে
সবুজ অরন্যের মাঝে
নীল আকাশের নিচে
তুমি আসবে স্বপ্নের নীল শাড়ি পরে
মাথায় থাকবে বকুল ফুল
কপালে কালো টিপ
কানে থাকবে কানের দুল
নাকে থাকবে নাক ফুল
হাতে থাকবে রেশমি চুরি
তুমি আসবে তুমি আসবে
নীল শাড়ি পরে।
নীল শাড়িতে মুগ্ধ হয়ে
থাকবো আমি তাকিয়ে তোমারই পানে
চোখ দুটি যেন আমার
স্থির হয়ে থাকবে
আমি যেন এক মুহূর্তের জন্য ও
তাকাবো না অন্য দিকে
নীল শাড়ির ছায়া রেখে।
নীল শাড়ি দেখে
প্রকৃতির সবকিছু যেন হাসতে থাকবে
পাখিরা গাইবে গান
মধুর মায়াবী সুরে
দখিনা বাতাসে শাড়ির সুবাস
ছড়িয়ে পরবে চারিদিকে
সুবাসে মুগ্ধ হয়ে
নাচতে থাকবে গাছের ডালপালা
আকাশ ডাকবে তোমায়
এসো, হে বালিকা এসো
তুমি আসবে স্বপ্নের নীল শাড়ি পরে
সবুজ অরণ্যের মাঝে।