বিরহী বাদল দিনে ।। ইয়ামিন বসুনিয়া



উদাস হৃদয়ে একা বাদলের দিনে;

ঝমঝম অবিরাম মায়া জল ঝরে;

কাটেনা বিরহী ক্ষণ প্রিয়তমাহীনে;

হৃদয়ের আরশিতে শুধু মনে পড়ে।

একা ভেঁজে দাঁড়কাক সখা-সাথী বিনে;

কদমের ভেজা ডাল ঝাপটায় নড়ে;

প্রকৃতির হা-হা-কার যেন তারে চিনে;

বিবাগী অলস মন বসে না তো ঘরে।

 

বরিষণে ভেঁজে সব, মন কেন পোড়ে?

জোর করে প্রিয়তারে ভুলে থাকা দ্বায়;

কেটে গেলো সারারাত তুমিময় ঘোরে;

আকুল পিয়াসী মন শুধু তারে চায়।

স্মৃতির পসরা খুলি মন উচাটনে,

মনে পড়ে প্রিয়মুখ তবু ক্ষণেক্ষণে।


সনেট
মিল বিন্যাসঃ
আষ্টকঃ কখ কখ, কখ কখ
ষটকঃ গঘগঘ ঙঙ

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।