উদাস হৃদয়ে একা বাদলের দিনে;
ঝমঝম অবিরাম মায়া জল ঝরে;
কাটেনা বিরহী ক্ষণ প্রিয়তমাহীনে;
হৃদয়ের আরশিতে শুধু মনে পড়ে।
একা ভেঁজে দাঁড়কাক সখা-সাথী বিনে;
কদমের ভেজা ডাল ঝাপটায় নড়ে;
প্রকৃতির হা-হা-কার যেন তারে চিনে;
বিবাগী অলস মন বসে না তো ঘরে।
বরিষণে ভেঁজে সব, মন কেন পোড়ে?
জোর করে প্রিয়তারে ভুলে থাকা দ্বায়;
কেটে গেলো সারারাত তুমিময় ঘোরে;
আকুল পিয়াসী মন শুধু তারে চায়।
স্মৃতির পসরা খুলি মন উচাটনে,
মনে পড়ে প্রিয়মুখ তবু ক্ষণেক্ষণে।
মিল বিন্যাসঃ
আষ্টকঃ কখ কখ, কখ কখ
ষটকঃ গঘগঘ ঙঙ