লও যদি ।। কৃষ্ণ কমল


সৃষ্টি তোমার নূপুর পায়ে
আলোকলতা নও,
হৃদপদ্মে আঁকবো তোমায়
আমায় যদি লও।
আমি হবো অশ্বথবৃক্ষ
তুমি হবে বট,
জ্যোস্না আলোয় ভরিয়ে দিবো
তোমার নদীর তট।

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post