বর্ষণ মুখর একটি দিন ।। যতীন্দ্রমোহন সাহা



ছেয়ে আকাশ ঘন মেঘের সামিয়ানা,
দিতে আলো দিবাকরকে করছে মানা।
বাদল মেঘে চলেছে বৃষ্টির পালা,
বিরামহীন বর্ষণ মুখর সারাবেলা।
আকাশ ঘিরে কালমেঘে লীন,
অঝোরে ঝরে,
ঝরঝর বারি আঁধারে জড়ানো দিন।
ছাতা মাথায় বাজার-ঘাট আপিস যাত্রী,
আঁধারে ঝাপসা পথ বুঝিনা দিবা কি রাত্রি!
চলছে সবাই ফেলছে পা ছুপ-ছুপ-
সিক্ত ছোঁয়ায় নুইয়ে মাথা  
পথ পাশে গাছগুলি নিশ্চুপ।
সুবুজ পাতায় মেঘে ঢাকা ঐ যে দিগন্তে,
আসে না অবলোকনে বৃক্ষের শাখা-প্রশাখা।
উন্মত্ত মেঘ পলকে ছোটে ফুলকি ছড়ায়ে
সাপের মত একে দিয়ে যায়,
চোখ ঝলসানো বজ্র বিদ্যুৎ রেখা।
মাতাল বাতাস, উতলা মেঘে আকাশ বিষাদ! 
ক্ষণে দেয় উকি নৌকোর মত আধখানা চাঁদ;
মলিন জ্যোৎস্নায় চাঁদ যেন উন্মাদ।
মাঝ রাতে এসে ঝিমোয় মেঘ, ঝিমোয় বাতাস,
আলোয় ভরা সবুজ মাঠে শান্ত ভোরের আকাশ।
----------------------------------------
               লেখকঃ যতীন্দ্রমোহন সাহা , রামপুর, কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।