কল্পলোক ।। মাইদুল ইসলাম



যখন আকাশ ফিরে গেছে ঢলে যাওয়া বিকেলে,
কৃষ্ণচূড়ার ডালে বৈরাগী ঘুরছে আশপাশ
অনিমেশ চাওয়ার আশা যখন ডানা মেলে
তখন দু'পাশ থেকে মেঘ এসে বজ্রপাতে থেমেছে।

যেহেতু কল্পলোক ক্ষীন ব্যাপিত হয় দোদ্যুল সমীপে,
সীমাহীন বন্ধন পিষ্ট হয় পিঁপড়ের পদতলে
মলিন কষাঘাতে ঘোরতর শক্ত হয় মন উঠোনে
সেহেতু নিশ্চুপ অবর্ণনীয় চাওয়া থেকে যাক হৃদয়ে।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post