যখন আকাশ ফিরে গেছে ঢলে যাওয়া বিকেলে,কৃষ্ণচূড়ার ডালে বৈরাগী ঘুরছে আশপাশঅনিমেশ চাওয়ার আশা যখন ডানা মেলেতখন দু'পাশ থেকে মেঘ এসে বজ্রপাতে থেমেছে।যেহেতু কল্পলোক ক্ষীন ব্যাপিত হয় দোদ্যুল সমীপে,সীমাহীন বন্ধন পিষ্ট হয় পিঁপড়ের পদতলেমলিন কষাঘাতে ঘোরতর শক্ত হয় মন উঠোনেসেহেতু নিশ্চুপ অবর্ণনীয় চাওয়া থেকে যাক হৃদয়ে।