পত্রিকা পাঠ ।। হামীম রায়হান




গফুর চাচা চায়ের দোকানে এসে নিয়মিতই পত্রিকা পড়েন। পত্রিকা পাঠের পর শুরু হয় তার চুল ছেড়া বিশ্লেষণ। দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি থেকে শুরু করে আর্ন্তজাতিক বিষয়াদিও উঠে আসে তার এই আলোচনায়। বাদ যায় না করোনা আপডেট থেকে শুরু করে লঞ্জডুবিও। সেদিন দেখলাম চাচা প্রতিদিনের মতই পত্রিকা হাতে নিয়ে আজ না পড়ে দেখতেছেন আর আফসোস করছেন। ‘আহা! কত লোক না জানি মারা গেল। কতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কে জানে! এদেশটার কী হবে! নতুন গাড়ির এই অবস্থা! আরো পুরাতন গাড়ির কি হবে’ চাচার এমন হায়! হায়! বিলাপ শুনে আমি এগিয়ে গেলাম। পত্রিকার খবরটা দেখার সাথে সাথেই সব পরিষ্কার হয়ে গেল! চাচা, পত্রিকাতো উল্টো ধরেছেন! আর এটাতো কোন এক্সিডেন্টের খবর না। এটা একটা গাড়ির বিজ্ঞাপন! ‘এই যে দেখুন!’ বলে পত্রিকাটি ঠিক করে দিয়ে হেঁটে চলে আসলাম। ওদিকে গফুর চাচার দোকানে পরল হাসির মহাধ্বণি।

১০/০৯/২০১৯

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।