মা মানেই হাজার বায়না
ইচ্ছা মত জ্বালাই,
মারতে যখন আসে আমায়
দৌড়ে গিয়ে পালাই ।
মা মানেই মিষ্টি শাসন
ব্যথা নাহি লাগে,
মায়ের হাতের রান্না খেতে
ছুটি সবার আগে।
মা মানেই টাকার ব্যাংক
যখন তখন ধার করি,
হাজার টাকা নিয়েও আমি
আবার বায়না ধরি।
মা মানেই হাজার মিথ্যা
আমার জন্য বলে,
বাবার শাসন থেকে আমায়
বাঁচায় চোখের জ্বলে।
মা মানেই নিঃস্বার্থ ভালবাসা
কোথাও পাবে নাকো,
মায়ের মতন যতই তুমি
অন্য কাউকে ডাকো।
মা মানেই শ্রেষ্ঠ নেয়ামত
আল্লাহ করেছে দান,
জান্নাত টাও পাবে খুঁজে
রেখো যদি মান।
মা মানেই ভালবাসি তোমায়
মুখে নাহি বলা লাগে,
মায়ের জন্য জীবন টাও
বাজি ধরবো সবার আগে।
মা মানেই শোধ হবে না
এত বড় ঋণ,
আল্লাহ তুমি সব মাকে
ভালো রেখো চিরদিন।