মা মানেই ।। মাহিন মাহমুদ


মা মানেই হাজার বায়না
          ইচ্ছা মত জ্বালাই,
মারতে যখন আসে আমায়
          দৌড়ে গিয়ে পালাই ।

মা মানেই মিষ্টি  শাসন
          ব্যথা নাহি লাগে,
মায়ের হাতের রান্না খেতে
          ছুটি সবার আগে।
 
মা মানেই টাকার ব্যাংক
          যখন তখন ধার করি,
 হাজার টাকা নিয়েও আমি
          আবার বায়না ধরি।

মা মানেই হাজার মিথ্যা
          আমার জন্য বলে,
বাবার শাসন থেকে আমায়
          বাঁচায় চোখের জ্বলে।

মা মানেই নিঃস্বার্থ ভালবাসা
          কোথাও পাবে নাকো,
মায়ের মতন যতই তুমি
          অন্য কাউকে ডাকো।

মা মানেই শ্রেষ্ঠ নেয়ামত
          আল্লাহ করেছে দান,
জান্নাত টাও পাবে খুঁজে
          রেখো যদি মান।

মা মানেই ভালবাসি তোমায়
          মুখে নাহি বলা লাগে,
মায়ের জন্য জীবন টাও
          বাজি ধরবো সবার আগে।

মা মানেই শোধ হবে না
          এত বড় ঋণ,
আল্লাহ তুমি সব মাকে
          ভালো রেখো চিরদিন।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।