সিরিজ কবিতা : ভানু - ৩ ।। বিপুল রায়

বিমলার শ্মশানোত বসি কি ভাবিস ভানু ভাই
হোটেটা যে ছাঁই-ভশ্ম ছাড়া আর কিছুই নাই!
আর কতদিন করিবু তুই তোর বিমলার মায়া;
আর কি আসিবে ফিরি-- থাকিলে পথ চায়া!
হয়তো অনেক কথা দিসিলো আর ভালোবাসা
হয়তো দিসে তোক নয়া করি বাঁচিবার আশা।
চাওয়া-পাওয়া না হইতে রে দিল তোক ফাঁকি
সবে কি পূর্ণ হয় ভানু? থাকে যে অনেক বাকি!
মুই জানোং ভানু, মুই বুঝোং তোর মনের কষ্ট
নিজ চোখে দ্যাখেছোং-- তুইও যে হছিস নষ্ট!
ভাঙি না পড়িস ভানু, সবে তো বিধাতার খেলা
বিমলার মতনে একদিন ডুবিবে সগারে বেলা!
কষ্ট জয় করি তুই আরও মাথা চাড়ে উঠেক
হিরহিরে গিরগিরে তুই-- আগের মতন ছুটেক।

তারিখ: ২৬.০৫.২০২০

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।