বিমলার শ্মশানোত বসি কি ভাবিস ভানু ভাই
হোটেটা যে ছাঁই-ভশ্ম ছাড়া আর কিছুই নাই!
আর কতদিন করিবু তুই তোর বিমলার মায়া;
আর কি আসিবে ফিরি-- থাকিলে পথ চায়া!
হয়তো অনেক কথা দিসিলো আর ভালোবাসা
হয়তো দিসে তোক নয়া করি বাঁচিবার আশা।
চাওয়া-পাওয়া না হইতে রে দিল তোক ফাঁকি
সবে কি পূর্ণ হয় ভানু? থাকে যে অনেক বাকি!
মুই জানোং ভানু, মুই বুঝোং তোর মনের কষ্ট
নিজ চোখে দ্যাখেছোং-- তুইও যে হছিস নষ্ট!
ভাঙি না পড়িস ভানু, সবে তো বিধাতার খেলা
বিমলার মতনে একদিন ডুবিবে সগারে বেলা!
কষ্ট জয় করি তুই আরও মাথা চাড়ে উঠেক
হিরহিরে গিরগিরে তুই-- আগের মতন ছুটেক।
তারিখ: ২৬.০৫.২০২০