প্রভাত কথন -১ ।। নুসরাত জাহান


রাতের আধারের রেশ কাটেনি তখনও
মুঠোফোন হাতে বেড়িয়ে পরেছি,
ভোরবেলার বিশুদ্ধ বাতাস আর নির্মল প্রকৃতির অবগাহনে নিজেকে সিক্ত করব বলে।   

খালি পায়ে বিন্দু বিন্দু শিশির কণা জমা
ভেজা সবুজ ঘাসের ডগা মারিয়ে
এত প্রশান্তি কেন পাই কে জানে?

মাথা উঁচিয়ে দাড়িয়ে আছে পাতাশূন্য শিমুলগাছ
সেথায়,
নানান রঙের পাখিদের কিচিরমিচির কলতান, 
মুক্ত বাতাস, স্নিগ্ধ প্রকৃতি -জুড়িয়ে দেয় প্রাণ।

বিলের জল একেবারে তলানিতে 
সাদা সাদা বক গুলো কী সুন্দর একপায়ে দাঁড়িয়ে আছে।
আর লম্বা ঠোঁট দিয়ে
বোধহয় পুটিমাছ আহার করছে।

হঠাৎ মনে হয়, অনেকক্ষণ তো হল। এখনো সূয্যি মামার দেখা হল নাতো?
একটু সজাগ হতেই, মেঘলা আকাশ!
অথচ, সূর্যদয়ের দৃশ্য ধারণ করব বলে সেই থেকে অপেক্ষমাণ। 
কি আর করার?
ওই যে, বরাবরই আমার প্রতিকূলতায় প্রকৃতির অবস্থান।      


১০ই মার্চ ২০২১
চাঁন্দামারী, রাজারহাট, কুড়িগ্রাম               

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।