গ্ৰাম্য পথের আলটি ধরে,
পলাশ গাছের পাশটি দিয়ে,
সবুজ ক্ষেতের মাঠ পেরিয়ে,
গোধূলি বেলার রংটি মেখে,
দুর আকাশে মেঘেদের দেখে,
পাখীরা যখন বাসায় ফেরে,
সন্ধ্যা তখন আসে নেমে,
নদী বয়ে চলে কলকলিয়ে,
মাঠের মাঝে গাছতলায় বসে,
আমি তাকাই সাঁঝ তারার দিকে,
মনটা যে খোঁজে, কেবল তোমায়,
উড়িয়ে দিই তাই মনটা ও আমার,
কিন্তু খুঁজে পাই না কোথাও,
একলা আমি, একলা মনে,
বসে বসেই খালি, স্মৃতিটুকু হাতড়াই।