নৈঃশব্দ্য পরিবেশ
পাখির কিচিরমিচির
বাতাসে গাছের পাতারা দোলে
ছোট ছোট ফুল, সবুজ ঘাসের পাতার ফাকে
নিরব আকাশ, ক্ষনে ক্ষনে কত রঙে সাজে
গোছালো চুল, এলমেল করে দেয় বাতাসে
মাঝে মাঝে ঝরা পাতা, দুলতে দুলতে
গায়ে এসে পড়ে
টলমল করে,
সবুজ কচুপাতায় এক ফোটা জলে,
আকাশে উড়ে উড় জাহাজের মতো করে
শঙ্খচিল ডানা মেলে উড়ে
গ্রাম বাংলার রূপে।