সূর্য্য ডুবে যায় সন্ধ্যায়
লালিমা থেকে যায়
লালিমা চলে যায়
অন্ধকার আসে এ ধরায়।
রাস্তার পাশে ছোট ছোট গাছের সাখায়,
জোনাকিরা জ্বলে উড়ে,
এই অন্ধকার রাতে
রাস্তার দুই পাশে জ্বলে
পথিক চলে দুই পাশের
জোনাকির মিটিমিটি আলোর মধ্যে খানে
পথিক চলে নিরবে
পাশে ব্যাঙ ডাকে
আকাশে তারা জ্বলে
খেকশিয়াল ডাকে
চাঁদ উঠে
হুতুম পেছা ডাকে
মাঝে মাঝে রাস্তার পাশে
বড় বড় গাছের নিচ দিয়ে হাটে
সে দেখে
এই অন্ধকার রাতে
প্রতিটি পাতার ফাকে ফাকে
কি যেন জ্বলছে
ও এই গুলো তো আকাশের তারকা
এই বলে সে নিরবে মুচকি হাসে
ক্লান্ত হয়ে
প্রকৃতির দর্পনে চাঁদকে স্পর্শ করে
মুখ ধুয়ে ঘুম দূর করে
সে চলছে তার পথে
পথ ও জানে না সে কোথায় যাবে
সবাই নিরবে তার পথ চলা দেখে
পথিক দেখে তাদেরকে
তার গন্তব্যের উদ্দেশ্যে পথ চলতে চলতে