মুগ্ধ পথিক ।। রেজাউল করিম সাকিব

 


সূর্য্য ডুবে যায় সন্ধ্যায় 

লালিমা থেকে যায়

লালিমা চলে যায়

অন্ধকার আসে এ ধরায়।

রাস্তার পাশে ছোট ছোট গাছের সাখায়,

জোনাকিরা জ্বলে উড়ে,

এই অন্ধকার রাতে

রাস্তার দুই পাশে জ্বলে

পথিক চলে দুই পাশের

জোনাকির মিটিমিটি আলোর মধ্যে খানে

পথিক চলে নিরবে

পাশে ব্যাঙ ডাকে

আকাশে তারা জ্বলে

খেকশিয়াল ডাকে

চাঁদ উঠে

হুতুম পেছা ডাকে

মাঝে মাঝে রাস্তার পাশে

বড় বড় গাছের নিচ দিয়ে হাটে

সে দেখে 

এই অন্ধকার রাতে

প্রতিটি পাতার ফাকে ফাকে

কি যেন জ্বলছে 

ও এই গুলো তো আকাশের তারকা

এই বলে সে নিরবে মুচকি হাসে

ক্লান্ত হয়ে

প্রকৃতির দর্পনে চাঁদকে স্পর্শ করে

মুখ ধুয়ে ঘুম দূর করে

সে চলছে তার পথে

পথ ও জানে না সে কোথায় যাবে

সবাই নিরবে তার পথ চলা দেখে

পথিক দেখে তাদেরকে

তার গন্তব্যের উদ্দেশ্যে পথ চলতে চলতে

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।