উঠান জুড়ে কুল আর ঝড়া পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে
মার্চের মধ্যভাগে এসেও গায়ে ছোয়টার জরাতে হয়েছে।
গতরাতে হঠাৎ বাসন্তী বৃষ্টি হয়েছিল
বাতাসও কম হয়নি
সব মিলিয়ে ঝড় বলা চলে।
গেটের কাছে কয়েকটা বরই পরে আছে।
গতরাতের বৃষ্টির স্রোতে ভেসে এসে আটকে গেছে হয়তো।
পিছলে পরবার ভয়ে আজ পিচঢালা পথে এগিয়ে চলা।
রাস্তার দুপাশে বালুকাময় রাশিতেও যখন জল আটকে আছে
তখন এই অসময়ে গতরাতের বৃষ্টির প্রকোপ সম্পর্কে ধারণা মেলে।
সদ্য প্রস্ফুটিত হওয়া ক্ষুদে জামপাতা গুলো চকচক করছে।
বৃষ্টি স্নানে জমে থাকা ধুলোবালি ধুয়ে
হালকা বাতাসে নিজেদের ঝালিয়ে নিচ্ছে যেন।
গ্রামের শেষভাগে গিয়ে পাতাশূন্য বটগাছটার নিচ থেকে
ফিরে আসবার জন্য পা বাড়িয়েছি,
অমনি কুহূ, কুহূ, কুহূ, কুহূ
সচকিত হতেই বুঝি, কোকিল ডাকছে।
বাংলার প্রকৃতিতে বসন্ত চলছে যে।
দীর্ঘদিন পরে কোকিলের এই ডাক অন্তরকে তৃপ্ত করে,
নাকি বিরাজমান হাহাকারকে আরো দ্বিগুণ করে তোলে
সে বিষয়ে দ্বিধা থেকেই যায় মনে।
১১ই মার্চ ২০২১
চাঁন্দামারী, রাজারহাট, কুড়িগ্রাম
আরো পড়ুন,