গগন বুকে উঠল শশী রমজান শেষে
সবার মুখে ফুটল হাসি আনন্দের রেশে।
বেদন গেল খুশি যে এল করি কোলাকুলি
এমন দিনে খোদার কথা কেমনে তা ভুলি।
সকাল হলে উঠলে রবি রীতি মোরা ধরি
জল পিপাসা পেলে মোদের পান নাহি করি।
তাঁহার কাছে নিজের প্রাণ বেঁধে রেখে দিয়ে
কোরান পড়ি নামাজ পড়ি নীতি মেনে নিয়ে।
আঁধার হলে ঘরেতে বসে মিলে মোরা সবে
খোদার নামে হাল্কা খাবার মুখে তুলি রবে।
অর্থ মোদের অধিক হলে রাখি মোরা তুলে
ঈদের আগে গরীব সবে দান যে করি খুলে।
নতুন জামা পড়ে আমরা মেলি খুশি ডানা
সামুই লোভে সবার ঘরে মিলে যে দিই হানা।
জাতির ভেদে থাকি না মোরা খুশির দিনেতে
শত্রু যত যে ছিল জীবনে ভুলি সে হীনেতে।
অরুণ আলো দেখায় প্রাণে নতুনের শুরু
এই জীবনে ভালোবাসায় আছে মধু গুরু।
মন্ত্র তুমি দাও হৃদয় দিয়ে মাঝেতে সবার
দেখা যে হবে বারে বারেতে মিলনে আবার।।
শুভব্রত ব্যানার্জি
পিতা- সুকুমার ব্যানার্জি, মাতা- শিপ্রা ব্যানার্জি
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।
পেশা- হিসাবরক্ষক