দুইটি কবিতা ।। ইলিয়াস খান


বিরতিসূচক আবেশ

ভাঙা-গড়ায় বিয়ে বাড়ির চলনসূত্র। অমল ভুলগুলো সুখের 
বিপ্রতীপ খোঁজ। বিপ্রতীপ ধোঁয়ায় জন্মশতবার্ষিকী। 
তুমি স্নানঘরের ওপাশে পায়রা রঙের মানুষের মনের বিরতিসূচক আবেশ। 

অসম্ভব সম্ভাবনায় ভাঙা-গড়ায় বিয়ে বাড়ির চলনসূত্র।চৌখুপ 
কুঠুরির স্নানঘর। শতশুদ্ধ অবগাহন।  রোমকূপ রক্তক্ষরণের ক্রোধ----
ঝরে পড়ছে ধানগাছের জড়তা--- প্রতিপালনের মতো প্রিয় সকালের সূর্যোদয়। 

স্বর্ণবিভ্রম 

বিপদে মানুষ আদিম অসহায় 
রঙমহলের কাচবাতি প্রাচীন ফটক 
নিত্য কোলাহলপ্রধান 
বিপদে মানুষ স্বর্ণবিভ্রম 


ইলিয়াস খান । জন্ম ২৫ ফেব্রুয়ারি 
পিতা ডালু খান, মাতা হেমেলি বেগম।
উজালপুর, সাদিপুর বেড়ুগ্রাম, কেতুগ্রাম, পূর্ব বর্ধমান,পশ্চিমবঙ্গ, ভারত।
রক্তের গ্রুপ-o+


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।