বাঙালির গর্ব ।। অন্তর চন্দ্র



তুমি পুব আকাশে আলোর ঝিলিক দিয়ে।
তুমি এসেছিলে প্রেমধারা নেমে।
তুমি এসেছিলে হিমাদ্রির কোলঘেঁষে।
তুমি এসেছিলে চির সবুজের দেশে।
তুমি এসেছিলে বাংলার সূর্য হয়ে।
তুমি এসেছিলে জ্ঞানের প্রদীপ জ্বেলে।
তুমি তো সেই পূর্ণিমা শশী।
তুমি তো সেই চুরুলিয়া।
তুমি তো সেই বাংলার মেঠোপথের সুর।
তুমি তো সেই সাহিত্যের দোসর।
তুমি তো সেই কাব্যের প্রদীপ।
তুমি তো সেই বিদ্রোহী কবিতা।
তোমাকে করিনি চিনতে ভুল, তুমি তো সেই।
তোমার ঝাকড়া চুল, হাতে বাঁশি, কন্ঠ সুমধুর।
তুমি তো সেই বাংলার নজরুল বাঙালির গর্ব।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।