তুমি পুব আকাশে আলোর ঝিলিক দিয়ে।
তুমি এসেছিলে প্রেমধারা নেমে।
তুমি এসেছিলে হিমাদ্রির কোলঘেঁষে।
তুমি এসেছিলে চির সবুজের দেশে।
তুমি এসেছিলে বাংলার সূর্য হয়ে।
তুমি এসেছিলে জ্ঞানের প্রদীপ জ্বেলে।
তুমি তো সেই পূর্ণিমা শশী।
তুমি তো সেই চুরুলিয়া।
তুমি তো সেই বাংলার মেঠোপথের সুর।
তুমি তো সেই সাহিত্যের দোসর।
তুমি তো সেই কাব্যের প্রদীপ।
তুমি তো সেই বিদ্রোহী কবিতা।
তোমাকে করিনি চিনতে ভুল, তুমি তো সেই।
তোমার ঝাকড়া চুল, হাতে বাঁশি, কন্ঠ সুমধুর।
তুমি তো সেই বাংলার নজরুল বাঙালির গর্ব।