রাত গভীর
নৈঃশব্দ্য আকাশে তারা ভরা
অন্ধকারে আলোর দেখা
বাতাসে নীরবতা
নেই পাখির কলতান
চারদিকে নৈঃশব্দ্য
আকাশে নীরব আলো
একই রেখায় তিনটা তারকার দেখা
চিত্রলেখা, অনিরুদ্ধ, ঊষা
রাতের পৃথিবী যেন
অন্ধকারে তারা ভরা আকাশ দেখে
তারারা নীরবেই জ্বলে, নেই কোনো শব্দ
সুন্দর কল্পনার চেয়ে
তারা ভরা আকাশ, নৈঃশব্দ্য পৃথিবী
হৃদয় ছোঁয়াতে ভালো লাগে
হাসনাহেনা ফুলের ঘ্রাণ
মনে হয় আকাশের তারার ফুলের ঘ্রাণ
সে ফুলের আলোয় আর ঘ্রাণ
ঝিঝির রাতের সৌন্দর্যের কলতান