উপবাসী মন আঁধার ভাঙে প্রতিদিন
শ্বাস রাখি বাড়ির দাওয়ায়
আকাশ মিশে যায় বেআব্রু উৎসবে
শিরদাঁড়া সোজা রাখি
নিরন্তর প্রার্থনায় ।
স্নানে তর্পণ ওয়াক্তে এবাদত
বুভুক্ষু জীবন মারণ কশাঘাতের শিকার
একেশ্বরবাদের কাঠগড়ায় দাঁড়াই
অদৃশ্য ঈশ্বর
ফাঁকা পৃথিবীর পাঠশালা ।
তবু সাঁতারে পেরিয়ে যাই বৈতরণী মহারণ
শারীর ভেকে জন্ম কৃচ্ছ সাধন
সম্প্রীতির বাতাসে দুকূল শঙ্খধ্বনি আজান
নিষ্ঠুরতার ফসিল ভাঙি পদ্মবীজে
আবির রাঙায় ঈদ ।
ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন
পৃথিবীর বুকে জন্ম নেয় নতুন সূর্য
ঈদ ঈদ ঈদ ।
26/04/2021
হামিদুল ইসলাম। জন্ম ১৯৫৫ সালের ৫ মার্চ।
গ্রাম ভোঁওর। পোষ্ট কুমারগঞ্জ। জেলা দক্ষিণ দিনাজপুর। বাবা মরহুম মীরহোসেন মণ্ডল। মা হালিমা মণ্ডল।
এযাৎ আমার একক কাব্যগ্রন্থের সংখ্যা সাতটি। ২০১৯ সালে প্রকাশিত হয় " হৃদয়ে তুমি "" প্রথম কদম ফুল " ২০২০ সালে " বলয় গ্রাস "" ত্রিধারা "" এই সময় অস্থির সময় " ২০২১ সালে " কেষ্টপুরের কেয়া মল্লিক "" রমা রায় "। যন্ত্রস্থ "জন্মভূমি "। ই বুক তিনটি। " এখানে আকাশ "" হৃদয়ভূমি "" আরশিনগর "। অপ্রকাশিত কাব্য " অনীতা তুমি "। আছে প্রতিদিনের লেখালেখি। অজস্র কবিতা মালা।
এযাৎ আমার একক কাব্যগ্রন্থের সংখ্যা সাতটি। ২০১৯ সালে প্রকাশিত হয় " হৃদয়ে তুমি "" প্রথম কদম ফুল " ২০২০ সালে " বলয় গ্রাস "" ত্রিধারা "" এই সময় অস্থির সময় " ২০২১ সালে " কেষ্টপুরের কেয়া মল্লিক "" রমা রায় "। যন্ত্রস্থ "জন্মভূমি "। ই বুক তিনটি। " এখানে আকাশ "" হৃদয়ভূমি "" আরশিনগর "। অপ্রকাশিত কাব্য " অনীতা তুমি "। আছে প্রতিদিনের লেখালেখি। অজস্র কবিতা মালা।