খুশির ঈদ ।। গৌতম নায়েক


কাস্তে সম আঁধখানা চাঁদ ঝুলছে আকাশে,
খুশির এক সুর ধ্বনি ভাসছে বাতাসে।
নীহারিকা করে ঝিকমিক দূর ঐ গগনে,
চাঁদের মতোই শিশু সকল ঘোরে খুশি মনে।
মসজিদে ঐ দিচ্ছে দেখ খুশি ভরা আজান,
আজ যেন কেউ করো না গো মান অভিমান।
লাচ্ছা পায়েস আর সিমাই বানাচ্ছেন আম্মি,
ভালোবাসার ধর্মই তো সবচেয়ে দামি।
দীন দুখীকে দান করো, দাও গো ইফতার,
একত্রে সব যাই মাজারে দোয়া পেতে আল্লার।
ঘুরবো ফিরবো করবো মজা থাকবো গলা ধরি,
জাত পাত তো নয় কখনও সৃষ্টি আল্লারই।
কেউ ডাকে গড কেউ আল্লাহ কেউবা ভগবান,
তিনি এক ও অদ্বিতীয় - বলেন যারা মহান।
ঝগড়া বিবাদ ভুলে সবে করো গো আলিঙ্গন,
ঈদের এই শুভ দিনে খুশিতে মাতুক মন।


গৌতম নায়েক, পিতা - দেবনাথ নায়েক, মাতা - মাধবী নায়েক
গ্রাম ও পোষ্ট - উলকুণ্ডা, ভায়া - সাঁইথিয়া, জেলা - বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
কবির একক গ্রন্থ " একান্ত তোমারই " প্রকাশের পথে। "মনের দরজায় দাঁড়িয়ে,""কলম চলবে" প্রভৃতি সংকলন গ্রন্থে কবির লেখা স্থান পেয়েছে।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।