জানলা খুলে রাতের বেলা
বাঁশ বাগানে দেখি
জ্বলছে আলো মিটমিটিয়ে
কি অপরূপ সে কি!
যেমন জ্বলে মরিচ বাতি
বুবুর বিয়ে'র গেটে
তেমন বাতি বাঁশের ঝাড়ে
কে দিয়েছেন এঁটে?
দেখতে বুঝি সবাই গেছে
আপেল, রনি, রাকি
কেউ ডাকেনি আজকে ওরা
আমায় দিছে ফাঁকি।
ঠিক তখনি জানলা ধারে
জোনাক পোকা এসে
বলল-'খোকা এসব দিছি
আঁধার ভালোবেসে।
রাতের বেলা আমরা শিখি
তোরা যেমন পড়-
বুঝবি না তো এসব কিছু
আরেকটু হও বড়।'
উলিপুর, কুড়িগ্রাম।