প্রকৃতি কি তুমি? ।। সানজিদুর রহমান

প্রকৃতি কি তুমি?
তুমি প্রতিদিন সকালের মিষ্টি রোদ হয়ে
 ছুয়ে যাও আমায়
তুমি ভোরের দোয়েল হয়ে পুচ্ছ নেড়ে
ভিজিয়ে দাও আমায়
গাছের ডালে বসা জোড়া শালিক 
মনে করায় তোমায়
তুমি গৌধুলী লগনে তোমার তীব্র আলোয় 
আলোকিত কর আমায়



মোঃ সানজিদুর রহমানের জন্ম সিরাজগঞ্জ জেলা সদরের বহুলিতে ১৯৯৮ সালের ৮ জুলাই। বাবা  মোঃ রেজাউল করিম ; মাতা মোছাঃ হালিমা বেগম। রক্তের গ্রুপঃ ও পজিটিভ।






Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post