করোনাকালে কেমন আছেন টংক আন্দোলনের জীবন্ত কিংবদন্তী কমরেড কুমুদিনী হাজং।। অন্তর হাজং


নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ১ নং কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ এর সোমেশ্বরী নদীর তীরে বহেড়াতুলী  গ্রামের টিলায় ছেলে বউ এবং নাতি নাতনী দের সাথে কমরেড কুমুদিনী হাজং এর বসবাস। যার রয়েছে গৌরবময় ইতিহাস। কমরেড  কুমুদিনী হাজং জমিদার দের বিরুদ্ধে টংক প্রথা আন্দোলনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। পেয়েছেন বিভিন্ন জাতীয়  সন্মাননা পুরস্কার। বয়সের ভারে বার্ধক্য নেমে আসা কমরেড কুমুদিনী হাজং  করোনার ২য় ঢেউ এ কেমন আছেন তিনি তার কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি  ভাল আছেন কিন্তু বার্ধক্য জনিত কারণে  বিভিন্ন রোগ বাসা বেধেছে তার শরীরে । একা একা হাটাচলা করতে অনেক কষ্ট  হয়,  কানে আগের মত শুনতে পারেন না । কুমুদিনী হাজং এর ছেলে অর্জুন হাজং বলেন মাকে  সার্বক্ষণিক সেবা যত্ন করেন ঔষুধ পত্র সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিষ মায়ের জন্য এনে দেন।কমরেড  কুমুদিনী হাজং আর আগের মত কথা বলেন না কারণ তার মাথা প্রায়শই ঘুরতে থাকে প্রেসার এর কারণে। মাঝে মাঝে প্রচন্ড মাথা ব্যাথা সহ বিভিন্ন শারিরিক সমস্যার সাথে মোকাবিলা করে জীবন যাপন করছেন এই মহান নারী। গত বছর মাননীয় প্রধানমত্রীর কাছ থেকে একটি বাড়ী উপহার পেয়েছেন তিনি। সেই বাড়িতে তিনি এবং তার নাতি নাতনীরা থাকেন। ছেলে ছেলের বউ এবং নাতি নাতনি দের সেবা শুশ্রূষায় তিনি ভাল আছেন। করোনা মহামারির হাত থেকে বাঁচতে  তিনি আমাদের সকলের জন্য প্রার্থনা করেছেন যেন সবাই সুস্থ থাকেন,ভাল থাকেন।



অন্তর হাজং
সমাজ কর্মী, দুর্গাপুর নেত্রকোণা।


 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।