MrJazsohanisharma

মেন্দি থেকে মেহেদী ।। নুসরাত জাহান


শৈশব-কৈশোরের দিন গুলোতে শবেবরাত, রোজা, ঈদ এগুলো নিয়ে উচ্ছ্বাসের শেষ ছিলো না। রোজা শুরু হলেই ঈদের অপেক্ষায় যেন আর তর সয় না। কবে আসবে সেই কাঙ্খিত দিন, ঈদের দিন। যখন খুব ছোট ছিলাম, পাড়ার বড়ো আপুরা-ফুপুরা সবাই মিলে ঈদের কয়েকদিন আগে মেন্দি বাটতো। মেন্দিটা বাটবে কে তা নিয়ে আবার একদফা ঝামেলা হতো। যে বাটবে তার তো আবার হাতে লেগে যাবে। অবশেষে অপেক্ষাকৃত সিনিয়রদের ঘাড়েই পরতো দায়িত্বটা। পুকুরপাড়ে পাটায় বাটা মেন্দির ভাগ পেতে কেউ-ই বাদ পরতো না।  সবাই মিলে ঈদ আনন্দ ভাগাভাগির অন্যতম অংশ ছিলো এটা।        
একটু বড় হলাম। ইতোমধ্যে আপু-ফুপুদের সেই দলটার মোটামুটি সবাই বিয়ের পিড়িতে বসে বিদায় নিয়েছে। আমাদের বড় তখন হাতেগোনা দু-তিন জন। কি আর করা, অগত্যা মেন্দিপাতা সংগ্রহের দায়িত্বটা আমাদের ঘাড়েই পরতো। অবশ্য বাটার দায়িত্বটা বড়দেরই ছিলো।  

প্রাথমিকে পড়ি তখন। আমার তৎকালীন হোম টিউটর ম্যামের কাছে মেহেদীর গল্প শুনে মনে সেটি পাওয়ার আকাঙ্খা চেপে বসে। আব্বুকে বলতেই এনেও দিয়েছিলো। সম্ভবত 'শাহাজাদী মেহেদী' সেসময়কার একমাত্র ব্রান্ড ছিলো। ঈদের দু-একদিন আগে সম্ভবত, সেই ম্যাম-ই সাগ্রহে প্রথমবারের মতো আমার দু'হাতে মেহেদী রাঙিয়ে দিয়েছিলো। তবে সেই মেহেদী এখনকার মতো ৫মিনিটেই টকটকে কালার গ্যারান্টি ছিলো না। কিংবা এতো তাড়াতাড়ি শুকিয়েও যেতো না। কিছুটা বাটা মেন্দির মতো ঘ্রাণ ছিলো। আর শুকানোর জন্য হাতে দিয়ে দীর্ঘক্ষন ধরে রাখতে হতো। তারাতাড়ি শুকানোর জন্য আমি তো ফুঁ দিতে দিতে গলা শুকিয়ে কাঠ করে ফেলতাম।  
     
তারপরের ঈদ গুলোতে যেন মেহেদী বাধ্যতামূলক হয়ে গেলো। অন্যদিকে হাজারটা ব্রান্ডের মেহেদী!  ৩০মিনিটেই টকটকে কালার, তারপর ২০ মিনিটে, ১০ মিনিটে আর এখনতো ৫ মিনিটেই। তবে মেহেদীর সেই মত মাতানো গন্ধটা হারিয়ে গিয়েছে। এখনকার মেহেদীতেও ঘ্রাণ আছে। তবে সেটা কিছুটা বাটা মেন্দির মত ঘ্রাণ নয়, এসিডের ঘ্রাণ। 

কথায় আছে, বড়ো হওয়ার সাথে সাথে জীবনের উচ্ছ্বাস গুলোও হ্রাস পেতে থাকে। আর তার সাথে পাল্লা দিয়ে এসব আগ্রহও কমে যায়। এখন আর তেমন মেহেদী রাঙানো হয়না ঠিকই তবে বাড়ির ছোটদের হাতে রাঙিয়ে দেবার দায়িত্বটা আস্ত আস্তে ঠিকই কাঁধে এসে চেপেছে। অবশ্য মজাও লাগে। ইদানীং আবার মাথায় দেবার জন্য মেহেদী গুড়া বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু সেই হারিয়ে যাওয়া উচ্ছ্বাস আর বাটা মেন্দির তুলনা কোন কিছুতেই মেলে না।                   

শিক্ষার্থী, কুড়িগ্রাম সরকারি কলেজ
ইংরেজি বিভাগ (অনার্স ৩য় বর্ষ।

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post